দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুলাভাই-শ্যালিকাসহ ছয়জন নিহত হয়েছেন। সোমবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
রংপুর : নগরীর তাজহাটে গতকাল কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী শ্যালিকা ও দুলাভাই নিহত হয়েছেন। তারা হলেন- নগরীর বালাপড়ার আসাদুল ইসলাম (৩৫) ও শ্যালিকা পান্না (২০)। চট্টগ্রাম : সকালে দারোগারহাট বাজার এলাকায় কাভার্ড ভ্যান চাপায় শাহীন বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা : কিরণগাছি গ্রামে ইজিবাইকের ধাক্কায় মাসুরা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নড়াইল : গোবরা বিল এলাকায় কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে মারা গেছেন মোটরসাইকেল আরোহী অপু বিশ্বাস (১৮)। দিনাজপুর : গোপালগঞ্জ বাজারে সোমবার রাতে গাড়ির ধাক্কায় মারা গেছেন নাজমুল ইসলাম (৩৫) নামে এক যুবক।