ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্পাঞ্চল বিএনপির উদ্যোগে মশক নিধন স্প্রে ও ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এ কর্মসূচি করা হয়। এ সময় শিল্পাঞ্চলের বিভিন্ন রাস্তাঘাট, ড্রেন ও আশপাশের এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি এলাকাবাসীর মধ্যে ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা’ সংবলিত লিফলেট বিতরণ করা হয়।