বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যে নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরার সময় চার জেলেকে গ্রেপ্তার করেছেন বনরক্ষীরা। গতকাল সকালে এ অভিযানকালে লক্ষাধিক টাকার মাছ, দুটি জাল ও দুটি ডিঙি নৌকাও জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন- লিটন মাতুব্বর (৪৫), তাইজুল হাওলাদার (১৮), আবু খালেক মৃধা (৫০) ও হামিদ হাওলাদার (৫২)। তাদের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার বকুলতলা ও সোনাতলা গ্রামে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।