বগুড়ায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিন কারবারিকে আটক করেছে র্যাব। বাগেরহাটে ইয়াবা ও গাঁজাসহ দুজন এবং গাইবান্ধার পলাশবাড়িতে ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- বগুড়া : বগুড়া শহরের রেলঘুণ্টি এলাকায় অভিযান চালিয়ে ৬৩ লিটার দেশীয় মদসহ তিনজনকে আটক করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন-শহরের চক সূত্রাপুর হরিজন কলোনি এলাকার বাদশা হরিজন (৩৫) ও বারুদ হরিজন (২৫) এবং সারিয়াকান্দির হাট শেরপুর এলাকার সোহাগ মাহামুদ (২৬)। র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৬৩ লিটার দেশীয় মদ, একটি স্কুটি, একটি স্মার্টফোন, তিনটি মোবাইল এবং নগদ ১১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বাগেরহাট : ফকিরহাটে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা, ১ কেজি গাজা ও ১ লাখ ৬৩ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল ভোরে উপজেলার বারাশিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন বারাশিয়া গ্রামের মনির শেখ (৪৬) ও আট্টাকী গ্রামের রাসেল হোসেন (৩৫)। বাগেরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, আটকদের বিরুদ্ধে মামলার পর আদালতে সোপর্দ করা হয়েছে। গাইবান্ধা : পলাশবাড়িতে ৪০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটকদের মধ্যে একজন কিশোরী। গতকাল দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের মহেষপুর এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- খাইরুল ইসলাম (৩৭) ও তাসলিমা আক্তার সুখী (১৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে খাইরুল ও কিশোরী তাসলিমার ব্যাগ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।