প্রজনন মৌসুমে চাঁদপুরে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৪ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে মেঘনা নদীতে টাস্কফোর্সের অভিযানে তাদের আটক করা হয়। এতে নেতৃত্ব দেন নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়। চাঁদপুর নৌ-পুলিশ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানকালে চাঁদপুর নৌ থানায় পাঁচ মামলায় ২১ জন, হরিণাঘাট নৌ-পুলিশ ফাঁড়ির দুই মামলায় তিনজনকে নৌকা ও জালসহ আটক করা হয়।
অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ-পুলিশ সর্বদা তৎপর রয়েছে।