সিলেটে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকা থেকে গতকাল সকালে জুনেদ আহমদ (২২) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। জুনেদ গোয়াইনঘাটের লামা সাতাইন গ্রামের জমিল মিস্ত্রির ছেলে।
গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম জানান, ভিকটিম স্কুলছাত্রীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে। মামলা সূত্রে জানা যায়, ৫ অক্টোবর রাতে ঘরে একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে প্রতিবেশী জুনেদ আহমদ। ঘটনাটি না জানাতে মেয়েটিকে ভয়ভীতি দেখায় সে।