চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সব স্কুল-কলেজে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল জীবননগর উপজেলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জীবননগর ইউএনও আল আমীন বলেন, ‘উপজেলা কমিটির মাসিক সভায় জীবননগর ডিগ্রি কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে প্রস্তাব রাখেন। উপস্থিত সবাই এ বিষয়ে ইতিবাচক মতামত দেন।’ সভায় সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, ওসি মামুন হোসেন বিশ্বাস, আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।