নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনব্যাপী “ভবিষ্যতের উদ্ভাবক” বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) সকালে উপজেলার রূপসী এলাকায় ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (এনআইইটি) অডিটোরিয়ামে এ প্রদর্শনী উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব লায়ন মীর আব্দুল আলীম, ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যাপক এডভোকেট উম্মে সালমাসহ আরও অনেকে।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির যুগে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামীর বিশ্ব গড়তে শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন দেশকে এগিয়ে নিয়ে যাবে।
বিডি প্রতিদিন/আশিক