রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তিচুক্তিতে পৌঁছাতে উভয় পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুদ্ধ থামাতে হলে বাস্তবসম্মত ও কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে।
মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মার্কো রুবিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, এটা সহজ নয়, হয়তো ন্যায়সংগতও নয়, কিন্তু যুদ্ধ শেষ করতে হলে উভয় পক্ষকেই কিছু ছাড় দিতে হবে।
মার্কো রুবিও আরও জানান, শান্তিচুক্তির আওতায় কোন ভূখণ্ড কার হাতে থাকবে, সেটি নির্ধারণ করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের ভূমিকা হবে তাদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় নিশ্চিত করা।
তিনি বলেন, আমরা সেখানে সমন্বয় করার জন্য থাকব। সিদ্ধান্ত তাদের, দায়িত্ব আমাদের নয়— আমরা একটি সুষ্ঠু চুক্তি বাস্তবায়নে সহায়তা করব।
এদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সোমবার দিনভর হোয়াইট হাউসে ইউক্রেন ও ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা কয়েক ঘণ্টা দফায় দফায় বৈঠকের পর সন্ধ্যায় তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন, তিনি ফোনে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন। সেই ফোনালাপটি হয় হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলাকালেই।
বিডি-প্রতিদিন/শআ