নওগাঁয় ভাতিজাদের হামলায় চাচা নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জে অজ্ঞাত এক নারীর গলা কাটা লাশ ও খাগড়াছড়িতে কার্টুনে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর-
নওগাঁ : আত্রাইয়ে ভাতিজাদের লাঠির আঘাতে চাচা আজিজার রহমান (৬৫) নিহত হয়েছেন অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার ঘটনা ঘটে সোমবার সন্ধ্যায়। গতকাল নাটোরের সিংড়া থেকে দুজন গ্রেপ্তার হন। তারা হলেন- আত্রাই উপজেলার তেজনন্দী ভাটোপাড়ার আলাউদ্দিনের ছেলে বাবু ও আলিম। দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। আত্রাই থানার ওসি আবদুল মান্নান বলেন, আজিজার রহমান নিহতের ঘটনায় রাতেই থানায় হত্যা মামলা হয়েছে। গতকাল বাবু ও আলিম নামে দুই আসামি গ্রেপ্তার হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। জানা যায়, জমি নিয়ে বিরোধ কেন্দ্র করে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভাতিজাদের সঙ্গে আজিজার রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। রাতে নিহতের ছেলে মুকুল হোসেন বাদী হয়ে আত্রাই থানায় সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুরে একটি আমবাগান থেকে অজ্ঞাত নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার যোগিবাড়ি বুড়িতলা নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়। গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তার গলার বাম দিকে কাটা রয়েছে। তাকে কয়েক দিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। খাগড়াছড়ি : সদর উপজেলায় ব্রিজের নিচ থেকে গতকাল এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, খাগড়াছড়ি শাপলা চত্বর-সংলগ্ন ব্রিজের পাশে বাঁশঝাড়ে একটি খালি কাগজের কার্টনে ওই নবজাতককে কারা যেন মৃত অবস্থায় ফেলে রেখে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।