ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে গরু চরাতে গিয়ে দুটি গ্রেনেডের সন্ধান মেলে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ ধর্মপুর ২ নম্বর ওয়ার্ডের কৃষক মামুন গরু চরাতে গিয়ে সুজামিয়া প্রধানের বাড়ির দক্ষিণ-পূর্ব পাশে গাছের গোড়ায় গ্রেনেড দুটি দেখতে পান। পরে তিনি স্থানীয়দের জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।
পুলিশের প্রাথমিক ধারণা, গ্রেনেড দুটি বহু পুরোনো এবং দীর্ঘদিন ধরে মাটির নিচে পুঁতে রাখা ছিল। সাম্প্রতিক বৃষ্টি ও বন্যায় মাটি সরে গিয়ে সেগুলো দৃশ্যমান হয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোহাম্মদ লুৎফর রহমান) বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। তারা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
বিডি প্রতিদিন/আশিক