বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গ্রিস শাখা আহ্বায়ক কমিটির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল আয়োজিত হয়েছে। এ সময় তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনার পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে ২০২৪ সাল পর্যন্ত শহীদদের আত্মার মাগফিরাত এবং জুলাই–আগস্ট ২০২৪ সালে আহতদের সুস্থতার প্রার্থনা করা হয়।
গ্রিস বিএনপির কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির প্রধান আহ্বায়ক ফারুক মিয়া, এবং পরিচালনা করেন সদস্য সচিব আশরাফ উদ্দিন ঠাকুর।
আলোচনা সভায় বক্তব্য রাখেন—বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও গ্রিস বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি ও গ্রিস বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, গ্রিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক সুফি, আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন রনি, বাংলাদেশ কমিউনিটির সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল হক, আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী লিটন, দোয়েল একাডেমীর সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সাইদুর দেওয়ান, আহ্বায়ক কমিটির সদস্য শফিক মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন রানা, সাবেক ছাত্রনেতা সাইফুল হক মানিক ও তানভীর মোল্লা।
আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/আশিক