বগুড়ার নন্দীগ্রামে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শিমলা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। উপজেলার সিমলা বাজারে মেসার্স দুবাই এন্টারপ্রাইজ ও মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজ নামে দুই প্রতিষ্ঠানে অভিযান চালায় প্রশাসন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় উভয় প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।