দিনাজপুরের খানসামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনিয়া ডাক্তার পাড়ায় এই ঘটনা ঘটে। মৃত শিশু সিয়াম হোসেন (১৯ মাস) ওই পাড়ার মো. জাকিউল ইসলামের ছেলে।
শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, সবার অগোচরে সিয়াম বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয় জনৈক ব্যক্তি নিথর শিশু সিয়ামকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করেন এবং তার পরিবারের সদস্যদের খবর দেন। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে পরিবার ও অভিভাবকদের বেশি সতর্ক ও সচেতন থাকা জরুরি।
বিডিপ্রতিদিন/কবিরুল