মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন, জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার। নাফিসাদের মতো অনেক শিক্ষার্থীদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। জুলাই আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের মর্যাদা দেয়া হবে।
আজ শুক্রবার বিকালে গাজীপুরের টঙ্গীর এরশাদ নগরে জুলাই আন্দোলনে শহিদ কিশোরী নাফিসা হোসেন মারওয়ার বাসা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এসময় শহিদ মারওয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর শোক ও সমবেদনা জানান তিনি। পরে পৃথক দুই শহিদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শারমিন সুলতানা, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, নাফিসা হোসেন মারওয়া গত ৫ আগস্ট সাভার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি টঙ্গী সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল