গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশন এলাকায় ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে; ফলে সাড়ে তিন ঘণ্টা পর ময়মনসিংহের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য দেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মাহমুদুল হাসান।
তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হলে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সেটিকে উদ্ধার করে। বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতিতে থাকা যাত্রীরা দুর্ভোগে পড়েন।
বিডি প্রতিদিন/জুনাইদ