সোমবার, ২২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

শেখ রাসেলে নতুন দুই ব্রাজিলিয়ান

রাশেদুর রহমান

শেখ রাসেলে নতুন দুই ব্রাজিলিয়ান

গত মৌসুমে ৭-এ থেকে পেশাদার লিগ শেষ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে নতুন মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই দল গঠন করছে তারা। দুই ব্রাজিলিয়ান, এক পর্তুগিজ ও এক কিরগিজ ফুটবলার নিয়ে দলের শক্তি বাড়িয়েছে তারা। ব্রাজিলের থিয়াগো অ্যামারেল ও এইলটন ম্যাচাডো এবং পর্তুগালের ইসমাইল রুটি ও কিরগিজস্তানের আয়জার আকমাতভ নাম লিখিয়েছেন শেখ রাসেলে। ক্লাবের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অতীত ভুলে আমরা সামনে তাকাতে চাই। ক্লাবের চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নির্দেশ ও সহযোগিতায় শক্তিশালী দল গড়তে সক্ষম হয়েছি। সেলিম জানান, ‘আমরা ব্রাজিলের দুজন এবং পর্তুগাল ও কিরগিজস্তানের একজন করে ফুটবলার নিয়েছি। আশা করি, এবার আমরা ভালো ফুটবল উপহার দিতে পারব।’ ব্রাজিলের থিয়াগো অ্যামারেল ইন্দোনেশিয়ান লিগে পেরিসপুরা জয়াপুরার জার্সিতে খেলেছেন সর্বশেষ। এর আগে তিনি ব্রাজিলের গ্রেমিওসহ বেশ কয়েকটি ক্লাবে খেলেছেন। বসনিয়া, ওমান ও লেবানন লিগেও খেলেছেন দাপটের সঙ্গে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বেশ সুনাম আছে তার। আরেক ব্রাজিলিয়ান এইলটন ম্যাচাডো সর্বশেষ খেলেছেন ব্যাংককের ক্লাব কেইসেটসার্টে। ব্রাজিলিয়ান ক্লাব সাওপাওলো থেকে যাত্রা করেছেন তিনি। এরপর খেলেছেন স্পেন, গুয়াতেমালা, গ্রিস, সৌদি আরব এবং ওমানের বিভিন্ন ক্লাবে। শেখ রাসেলে সেন্টার ফরোয়ার্ড হিসেবে পারদর্শী এইলটন। পর্তুগালের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে খেলা ফুটবলার ইসমাইল রুটি। ২০১৮ সালে খেলেছেন গিনি-বিসাউয়ের জাতীয় দলে। সর্বশেষ তিনি খেলেছেন ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব চেন্নাই এফসিতে। ২০১৮ সালে উজবেকিস্তান সুপার লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। সেন্ট মিরেনের জার্সিতে স্কটিশ লিগ কাপ এবং অ্যাপলের জার্সিতে সাইপ্রাসের সুপার কাপ জয় করেছেন ইসমাইল। শেখ রাসেল ক্রীড়া চক্রের আক্রমণভাগে শক্তি বাড়াতে আসছেন তিনি। এছাড়াও কিরগিজস্তান জাতীয় দলের ডিফেন্ডার আয়জার আকমাতভকে দলে ভিড়িয়েছে শেখ রাসেল।

সর্বশেষ খবর