মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

উসমানে ম্লান আজম খান

ক্রীড়া প্রতিবেদক

উসমানে ম্লান আজম খান

খুলনা টাইগার্সের আজম খান ৫৮ বলে ৮টি ছক্কা ও ৯টি চারে ১০৯ রানের ইনিংস খেললেন। দর্শকরা মুগ্ধ হয়ে গেল। খুলনার জয়ের কথাই হয়তো ভাবছিল সমর্থকরা! এমন চমৎকার এক ইনিংসের পর সেই দল হারে নাকি! হারে। এর প্রমাণ গতকাল দিল খুলনা টাইগার্স। আজম খানের সেঞ্চুরি ম্লান হয়ে গেল উসমান খানের ব্যাটিংয়ের কাছে। চট্টগ্রামের এই পাকিস্তানি ব্যাটার আজম খানের মতোই খেললেন ৫৮ বল। ৫টি ছক্কা ও ১০টি চারের মারে করলেন ১০৩ রান। অসাধারণ এই সেঞ্চুরিতে ম্লান হয়ে গেল আজম খানের সেঞ্চুরি। ৪ বল হাতে রেখেই ৯ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চলতি বিপিএলে প্রথম জয় পেল চট্টগ্রাম। অন্যদিকে দুই ম্যাচ খেলে দুটিতেই হারল খুলনা টাইগার্স।

গতকাল টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রতিপক্ষ খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অধিনায়ক শুভাগত হোম। শুরুর দিকে শারজিল খান ও হাবিবুর রহমানের উইকেট হারিয়ে বিপদেই পড়ে খুলনা। তবে দলের হাল ধরেন তামিম ইকবাল ও আজম খান। তামিম ইকবাল ৩৭ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন। টিকে থাকেন সাবেক পাকিস্তানি অধিনায়ক মঈন খানের ছেলে আজম খান। চার-ছক্কার ফুলঝুরিতে করেন ১০৯ রান। ৫ উইকেট হারিয়ে খুলনা টাইগার্স ১৭৮ রান সংগ্রহ করে। তামিম ও আজম খান ছাড়া খুলনার পক্ষে বড় কোনো স্কোর করতে পারেননি অন্যরা। চট্টগ্রামের পক্ষে আবু জায়েদ ২টি এবং শুভাগত হোম, বিজয়াকান্ত ও জিয়াউর রহমান ১টি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে ১৭৯ রান করে জয় তুলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাক্স ও’ডাউড ৫০ বলে ৫৮ রান করে আউট হলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন উসমান খান। অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর