নতুন মৌসুমে দেখা মিলবে নতুন আসরের। গেল মৌসুমে তিন আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। অন্যদিকে তিন আসরের রানার্সআপ মোহামেডান। সেরা দুই দলকে নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে চ্যালেঞ্জ কাপ। তবে শুধু এবার নয়, এখন থেকে লিগ চ্যাম্পিয়ন রানার্সআপদের নিয়ে নিয়মিত চ্যালেঞ্জ কাপ হবে। সব ঠিক থাকলে ৪ অক্টোবরই চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংস ও মোহামেডান মুখোমুখি হবে। ম্যাচটি হবে বসুন্ধরা কিংস অ্যারিনায়। ৮ অক্টোবর শুরু হবে ফেডারেশন কাপ। ১১ অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের যাত্রা হবে। গতবারের মতো লিগের মধ্যেই ফেডারেশন কাপ হবে। এর মধ্যে আবার এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কিংস উড়ে যাবে ভুটানে। স্বাধীনতা কাপ এবার হচ্ছে না। সুপার কাপ আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও তা হচ্ছে না। শনিবার লিগ কমিটির জরুরি সভা ডাকা হয়েছে। সেখানেই সূচি ও ভেন্যু চূড়ান্ত হতে পারে। বসুন্ধরা কিংস ও ফটিস এফসির হোম ভেন্যু হবে কিংস অ্যারিনা। মোহামেডান ও ঢাকা আবাহনী দুদলই কুমিল্লা ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম বেছে নিতে পারে। মুন্সীগঞ্জে আর্মি ক্যাম্প থাকায় খেলা সম্ভব নয়। এখন গাজীপুর ও মানিকগঞ্জ স্টেডিয়ামের কথা শোনা যাচ্ছে। ময়মনসিংহে লিগ হবে তাও নিশ্চিত নয়। সেই ক্ষেত্রে ভেন্যু ঘিরে জটিলতায় পড়তে পারে লিগ কমিটি। সাবেক দুই চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ও শেখ রাসেল ক্রীড়াচক্র এবার লিগে অংশ নিচ্ছে না। ইয়ংমেন্স ফকিরেরপুল ও ওয়ান্ডারার্স নবাগত দল হিসেবে পেশাদার লিগ খেলবে। অন্যদিকে রেলিগেটেড হলেও ব্রাদার্স ইউনিয়নকে পেশাদার লিগে রেখে দেওয়া হয়েছে। সব মিলিয়ে লিগ হবে ১০ দলের।