আর মাত্র একদিন পর ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের পর তিন ম্যাচের টি-২০ সিরিজও খেলবে দুই দল। ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা শক্তির মুখোমুখি হওয়ার আগে নিজেদের প্রস্তুত করে নিচ্ছে টাইগাররা। ভারতের বিপক্ষে খেলতে নামার আগে কিছুটা চাপে থাকলেও তা দলের জন্য ভালোই মনে করেন কোচ চন্ডিকা হাথুরাসিংহে।
গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কান কোচ হাথুরা বলেন, ‘এই চাপকে সুবিধা হিসেবে দেখছি। আমার মনে হয় এটা আমাদের অনেক বেশি উদ্বুদ্ধ করে এবং আরও বেশি সামনে তাকানোর সুযোগ করে দেয়। তখন আমরা নিজেদের শক্তি ও সীমাবদ্ধতা ও অবস্থান সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি।’ ভারতের বিপক্ষে যে কোনো খেলাতেই মাঠে নামলে বেশ তাতিয়ে থাকে বাংলাদেশ। তবে এবার কতটা সুবিধা করতে পারবে বাংলাদেশ, বলা কঠিন। চেন্নাইয়ে লাল উইকেটে খেলতে হবে টাইগারদের। সাধারণত এই উইকেটে স্পিনাররাই সুবিধা পাবেন। ভারতও স্পিন আক্রমণ বাড়িয়ে নিয়েই দল সাজাবে বলে ধারণা করা হচ্ছে। তা ছাড়া দলটাও তো বিশ্বসেরা। তবে এমন বড় দলের বিপক্ষে বেশি বেশি ম্যাচ খেলার বিকল্প নেই বলে মনে করেন কোচ হাথুরাসিংহে। তিনি বলেন, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে (টেস্ট) খেলতে পারলে আমরা আরও উৎসাহিত হই। যেমন ভারতে এসে ভারতের বিপক্ষে খেলা। এখনকার দিনে ক্রিকেটে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই সেরাদের বিপক্ষে খেলা সব সময় আপনাকে এই অনুভূতি দেয় যে, আপনি একজন ক্রীড়াবিদ হিসেবে কোথায় দাঁড়িয়ে আছেন। আমরা এখন সেই চ্যালেঞ্জের দিকেই তাকিয়ে।’
ভারতের বিপক্ষে টেস্ট দলে আছেন সাকিব আল হাসান। তিনি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে। ভারতেও সাকিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে মনে করেন কোচ। হাথুরা বলেন, ‘যখনই সে দলে থাকে, বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ভূমিকা রাখে। যেভাবে আমরা দলে ভারসাম্য আনতে চাই, সে থাকলে সেই কাজটা অবশ্যই সহজ হয়ে যায়। আমরা যে একজন বাড়তি বোলার বা একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে চাই, সেটা তার অলরাউন্ড সামর্থ্যরে জন্যই পারি। সে শুধু ওই সমন্বয়টাই সহজ করে না, নিজের বিশাল অভিজ্ঞতাটাও যোগ করে।’ সাকিবকে নিয়ে হাথুরা আরও বলেন, ‘সে সম্ভবত এ মুহূর্তে সবচেয়ে লম্বা ক্যারিয়ারের আন্তর্জাতিক খেলোয়াড় আর এখন তো সে কাউন্টি ম্যাচ খেলে এসেছে। তার শারীরিক অবস্থাও ভালো। তাই শুধু স্কিল দিয়ে নয়, অন্যান্য দিক থেকেও দলের জন্য অনেক কিছু নিয়ে আসবে।’
মেহেদি হাসান মিরাজের মধ্যে ভবিষ্যতের সাকিবকে দেখেন কোচ হাথুরাসিংহে। তিনি বলেন, ‘আমার কাছে সে (মিরাজ) গত পাঁচ বা ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার। সত্যিকার অর্থেই সে (ভবিষ্যতে) সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, নিশ্চিত করেই যেটা তার বড় শক্তির জায়গা, সেই বোলিংয়েরও উন্নতি ঘটিয়েছে। এখন সে নিজের ব্যাটিংয়ের উন্নতি ঘটিয়েছে। সে অসাধারণ এককজন ফিল্ডারও।’ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়েও বেশ বড় ভূমিকা ছিল মিরাজের। দিনে দিনে তিনি নিজের খেলায় বেশ উন্নতি করছেন।