উয়েফা চ্যাম্পিয়নস লিগে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে অ্যাঙ্গেল ডি মারিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে জয় পেয়েছিল পিএসজি। শেষ ষোলোর প্রথম লেগের ওই ম্যাচে দর্শকদের বিশৃঙ্খল কাণ্ডে এবার জরিমানা গুনতে হচ্ছে এ দুই ক্লাবকে। সমর্থকরা আচরণ বিধি ভঙ্গ করায় উয়েফা জরিমানা করেছে ইউরোপের অন্যতম সেরা এ দুই ক্লাবকে।
দর্শকরা বোতল ছোড়া ও সিঁড়িতে প্রতিবন্ধকতা তৈরি করায় ম্যানইউকে জরিমানা করা হয়েছে ১৬ হাজার ইউরো। আর অতিথি পিএসজিকে জরিমানা করা হয়েছে ৪১ হাজার ইউরো। এছাড়া ওল্ড ট্র্যাফোর্ডের বসার আসনের ক্ষতিপূরণ দিতে ৩০ দিনের মধ্যে ম্যানইউর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে পিএসজিকে।
উল্লেখ্য, প্রেসনেল কিমপেম্বে ও কাইলিয়ান এমবাপ্পের গোলে ওই ম্যাচে ২-০ গোলে ম্যানইউর মাঠে জিতেছিল লিগ ওয়ানের শীর্ষ দল। কিন্তু স্বাগতিক দর্শকরা তাদের প্রাক্তন খেলোয়াড় ডি মারিয়ার দিকে বোতল নিক্ষেপ করে। জবাবে ম্যানইউর কয়েকজন খেলোয়াড়ের দিকেও বোতল ছুড়ে মারে অতিথি দর্শকরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ