নিউজিল্যান্ডের বিশাল রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও খারাপ করেনি টাইগাররা। উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে ৮৮ রান যোগ করেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। কিন্তু ৩৭ রানে সাদমান ফিরতেই ওই প্রান্ত থেকে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। অন্য প্রান্তে প্রথম ইনিংসেন মতো একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন তামিম। মনে হচ্ছিলো, 'ব্যাক টু ব্যাক' সেঞ্চুরি তুলে নেবেন এই ড্যাশিং ওপেনার। কিন্তু তা হলো না, অদ্ভুত এক আউটের শিকার হয়ে তামিম ফিরলেন ৮৬ বলে ৭৪ রান করে।
বাংলাদেশের দলীয় রান তখন ১২৬। টিম সাউদির করা লেগ স্টাম্পের অনেক বাইরের মাথা বরাবর শর্ট বলটা ছেড়ে দিতে চেয়েছিলেন তামিম। কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলেন যখন তিনি ভূপাতিত, তখন উঁচিয়ে ধরা ব্যাটে বল ছুঁয়ে চলে গেল কিউই উইকেটকিপারের গ্লাভসে। মত্যু হলো একটি দুর্দান্ত ইনিংসের। বাংলাদেশ পড়লো আরও বিপদে। অবশ্য তামিমের আউটের পর আর কোনো বিপদ হতে দেননি সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ। তৃতীয় দিন শেষে সৌম্য ৩৯ এবং মাহমুদুল্লাহ ১৫ রান অপরাজিত।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৯/মাহবুব