ভারতের যুদ্ধবিমানের আটক পাইলট অভিনন্দনকে মুক্তি দিয়েছে পাকিস্তান। প্রায় ৬০ ঘণ্টা পর ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাদের কাছে পাইলট অভিনন্দনকে হস্তান্তর করে পাকিস্তান কর্তৃপক্ষ। শুক্রবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াঘা সীমান্ত দিয়েই ভারতে ফেরেন অভিনন্দন।
এদিকে অভিনন্দনের স্বদেশ প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ভারতের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে শোবিজ, ক্রীড়াঙ্গনসহ সব অঙ্গন। তাঁকে বিসিসিআই এর পক্ষ থেকেও স্বাগত জানিয়ে টুইট করা হয়েছে। ট্যইটে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট দলের জার্সি। যার নম্বর ১। সঙ্গে লেখা হয়েছে, ''আকাশের মতো তুমি এখন আমাদের হৃদয়েও রাজত্ব করছ। আগামী প্রজন্ম তোমার ব্যক্তিত্বে অনুপ্রাণিত হবে।''
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি ভোরের দিকে পাকিস্তানের বালাকোট শহরে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের আস্তানায় হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। এর একদিন পরই বুধবার ভারতের দু’টি যুদ্ধবিমান বিধ্বস্ত ও পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে আটক করে পাকিস্তান।
অভিনন্দন পাকিস্তানে হামলা চালাতে গিয়েছিলেন যুদ্ধবিমান মিগ-২১ নিয়ে। তবে সেই যুদ্ধবিমানটি ভূপাতিত করে ফেলে পাকিস্তানের সামরিক বাহিনী। কাশ্মীরীরা তাকে ধরে আক্রমণ করতে চাইলে পাকিস্তান সেনাবাহিনী অভিনন্দনকে নিজেদের জিম্মায় নেয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ