টাইগারদের বিপক্ষে ২১৭ রানে এগিয়ে থেকে হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে স্বাগতিক নিউজিল্যান্ড। আর নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ে থামে কিউইরা। অধিনায়ক কেন উইলিয়ামসনের ডাবল সেঞ্চুরিতে ভর করে তৃতীয় দিনে ৬ উইকেট হারিয়ে ৭১৫ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংসে ডিক্লেয়ার ঘোষণা করেছে স্বাগতিকরা।
কিউই অধিনায়কের পাশাপাশি ডাবল সেঞ্চুরি করেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজও, তবে সেটি রান দেওয়ার! প্রথম ইনিংসে ৪৯ ওভারে ২ উইকেট পেতে ২৪৬ রান দিয়েছেন অফ স্পিনার মিরাজ। কোনো টেস্ট ইনিংসে বাংলাদেশের বোলার হিসেবে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এটি।
মিরাজ ছাড়িয়ে গেছেন তাইজুল ইসলামকে। বাঁহাতি এই স্পিনার গত বছর চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৭.৩ ওভারে দিয়েছিলেন ২১৯ রান।
এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার বিশ্ব রেকর্ডের তালিকায় মিরাজ আছেন ষষ্ঠ স্থানে। ১৯৩৮ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৭ ওভারে ২৯৮ রান দিয়ে রেকর্ডটা দখলে রেখেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন চায়নাম্যান বোলার চাক ফ্লিটউড-স্মিথ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ