নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট তারকা কেটি পার্কিন্স যেভাবে আউট হয়েছেন সেটিকে ক্রিকেট ইতিহাসে অন্যতম দুর্ভাগ্যজনক আউট বলা চলে। অস্টেলিয়ার সিডনিতে নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট তারকা কেটি পার্কিন্স এমনই দুর্ভাগ্যজনক আউটের শিকার হলেন।
নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দল ও অস্ট্রেলিয়া গভর্নর জেনারেল একাদশের ম্যাচে এ ঘটনা ঘটে।
প্রস্তুতি ম্যাচে ৪৫তম ওভারে হিথার গ্রাহামের ওভারপিচড বলে স্ট্রেট ড্রাইভ করেন পার্কিন্স। বল সোজা গিয়ে লাগে ননস্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান কেটি মার্টিনের ব্যাটে। বলের আঘাতে তার হাতে থাকা ব্যাট ছিটকে পড়ে গেলেও বল উঠে যায় উপরে। হাওয়ায় ভেসে থাকে কিছুক্ষণ। বোলার গ্রাহাম তা অনায়াসে তালুবন্দি করে নেন।
এমন অদ্ভূতভাবে আউট হয়ে পার্কিন্স যতটা না অবাক হলেন, তার চেয়েও বেশি বিস্মিত হলেন বোলার গ্রাহাম। যদিও নিউজিল্যান্ড ১৬৬ রানের বিশাল ব্যবধানে ওই ম্যাচটা জিতে নেয় শেষ পর্যন্ত।
ভিডিও দেখতে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন