ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে একটুর জন্য জয় পায়নি আর্সেনাল। পিয়েরে–এমেরিকের স্পট কিক আটকে দিয়ে আর্সেনালের জয়টাও আটকে দেন টটেনহাম গোলরক্ষক।
শনিবার স্থানীয় সময় দুপুরে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি ১-১ ড্র হয়। এর আগে ডিসেম্বরে লিগের প্রথম পর্বে আর্সেনালের মাঠে ৪-২ গোলে হেরেছিল মাওরিসিও পচেত্তিনোর দল।
ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো আর্সেনাল। তবে লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন ফরাসি ফরোয়ার্ড আলেকসঁদ লাকাজেত। তবে ১৬তম মিনিটে ঠিকই সফল হন অ্যারন। মাঝমাঠ থেকে বল নিয়ে এসে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোল করেন ওয়েলস মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের অধিকাংশ সময় বল দখলে রাখা টটেনহাম ৭৪তম মিনিটে কেইনের স্পট কিকে সমতায় ফেরে। এরপর অবশ্য আর কোনো দলই গোল পায়নি
২৯ ম্যাচে ২০ জয় ও এক ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সমান সংখ্যক ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান চতুর্থ। অন্যদিকে ৬৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান লিভারপুলের।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন