বিসিসিআই-এর অনুরোধ মেনে নিল না আইসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছিল, যে পাকিস্তান সন্ত্রাসের লালন হয়, সেই দেশের সঙ্গে সম্পর্ক রাখাটা সমস্যার। খবর এনডিটিভির
ইএসপিএন-এর খবর অনুযায়ী, বোর্ডের মিটিংয়ে শনিবার আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর জানিয়ে দেন, ভারতের আবেদন মানা সম্ভব হচ্ছে না। গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হানায় ৪০জন ভারতীয় সেনা সদস্য নিহত হয়। তারপরই আইসিসিকে চিঠি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। এবং পাকিস্তানের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করা অনুরোধ জানায়।
খবর অনুযায়ী, এই মিটিংয়ে বিসিসিআই-এর পক্ষ থেকে কার্যকরী সচিব অমিতাভ চৌধুরী ছিলেন। তিনি চিঠির প্রসঙ্গ তোলেননি মিটিংয়ে। কিন্তু শশাঙ্ক মনোহর নিজেই সেই প্রসঙ্গ তোলেন। এবং বোর্ডকে ভারতের চিঠি সম্পর্কে অবহিত করেন। এর সঙ্গে আর জানিয়ে দেন আইসিসির আসল লক্ষ্য ক্রিকেট।
গত মাসে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরসের প্রধান বিনোদ রাই বলেছিলেন, ক্রীড়া জগতের পাকিস্তানকে একঘরে করে দেয়া উচিত বলে দাবি তুলেছিলেন। ঠিক যেভাবে দক্ষিণ আফ্রিকাকে এক সময় ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল বর্ণবৈষম্যকে প্রভাবিত করার জন্য।
আইসিসির মিটিংয়ে সব প্রতিযোগী দেশকে নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দেয়া হয়। নিরাপত্তার দাবিও তুলেছিল ভারত।
আইসিসি চিফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসন বলেন, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে যৌথ উদ্যোগে আইসিসি বিশ্বকাপের নিরাপত্তা বিষয়ক পরিকল্পনাও তৈরি। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে সে ব্যাপারে কাজ করছি। যাতে প্লেয়ার, অফিসিয়াল, সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত হয়।
বিডি প্রতিদিন/০৩ মার্চ ২০১৯/আরাফাত