ইতালিয়ান লিগ সিরি-আ’তে দ্বিতীয় স্থানে থাকা নাপোলিকে হারিয়ে শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে গেল জুভেন্টাস। নাপোলির সঙ্গে জুভেন্টাসের এখন পয়েন্ট ব্যবধান ১৬।
রবিবার রাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নাপোলিকে ১-২ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো রোনালদো-দিবালাদের জুভেন্টাস।
ম্যাচের শুরু থেকেই নাপোলির ওপর আধিপত্য দেখায় জুভেন্টাস। ২৬ মিনিটে নাপোলির গোলরক্ষক অ্যালেক্স মেরেট ডি-বক্সের বাইরে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জন নিয়ে খেলা নাপোলির বিপক্ষে সুযোগটা ভালভাবেই কাজে লাগায় ওল্ড লেডিরা।
২৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে জুভেন্টাসকে ১-০ গোলের লিড এনে দেন মিরালেম পিজানিক। এদিকে ৩৩ মিনিটে সমতায় ফেরার সুযোগ কাজে লাগাতে পারেনি নাপোলির লোরেনো ইনসিগনি।
৩৮ মিনিটে পিজানিকের শর্ট ফিরিয়ে দেন নাপোলির বদলি গোলরক্ষক ডেভিড ওসপিনা। ৩৯ মিনিটে বারনারডেসচির নেওয়া কর্নার থেকে হেড দিয়ে বল জালে জড়ান ইমার ক্যান। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস।
বিরিত থেকে ফিরে এসে ৪৭ মিনিটে জুভেন্টাসের পিজানিক ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। নাপোলির মতো জুভেন্টাসও ১০ জনের দলে পরিণত হয়। ৬১ মিনিটে ইনসিগনির ক্রস থেকে বল জালে জড়াতে ভুল করেননি ক্যালেজন। ফলে ব্যবধান দাঁড়ায় ২-১ গোলে।
৬৮ ও ৭০ মিনিটে দু’টি গোলের সুযোগ হাতছাড়া হয় নাপোলির। দু’টি সুযোগই নষ্ট করেন জিয়েলিস্কি। এরপর চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি নাপোলি।
এ জয়ে ২৬ ম্যাচে ২৩ জয়ে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট সংগ্রহ নাপোলির।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন