এশিয়ান গেমসে আবারও অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেট। ফলে ২০২২ সালে চীনের হ্যাংঝৌতে এশিয়ান গেমসের ১৯তম আসরে দেখা মিলবে এশিয়ার জনপ্রিয় এই খেলা। রবিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (ওসিএ) এক সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
ওসিএর ভাইস প্রেসিডেন্ট রণধীর সিং বার্তা সংস্থা পিটিআইকে এ বিষয়ে নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, ২০২২ হ্যাংঝৌ গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
ব্যস্ত সূচির কারণ দেখিয়ে ২০১০, ২০১৪ এশিয়ান গেমসে অংশ নেয়নি ভারতীয় ক্রিকেট দল। এক পর্যায়ে ক্রিকেট দলগুলোর অনীহার কারণ দেখিয়ে ২০১৮ সালে বাদ দেওয়া হয় ক্রিকেট। তবে আবারও ক্রিকেটকে অন্তর্ভূক্ত করায় ভারত ও অন্যান্য দলগুলো স্বাগতম জানিয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ