ফ্রেঞ্চ কাপের ম্যাচে পায়ের চোটে পড়ে আড়াই মাসের জন্য খেলা থেকে ছিটকে গেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সম্প্রতি ব্রাজিলের অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার ও লক্ষ্যের কথা জানান তিনি।
টিভি অনুষ্ঠানে নেইমার জানান, আমি মনে করি না, সাংবাদিকদের ভোটে বিশ্বের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার দরকার আছে। সব ভালো খেলোয়াড় ব্যালন ডি অর জেতেননি। এটি না পেলে ইতিহাস থেকে আমার নাম মুছে যাবে না। আমার রেকর্ড ওলটপালট হবে না।
তিনি আরো বলেন, ব্যালন ডি অর ফুটবলে বড় পুরস্কার। প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়রই এটি পাওয়ার স্বপ্ন দেখেন। সেই লক্ষ্যে সাধনা করেন। কিন্তু আমার কাছে মনে হয়, এর চেয়েও বড় পুরস্কার বিশ্বকাপ। এটি আমি জিততে চাই। প্রতিদিন সেই স্বপ্নই দেখি।
২০১৭ সালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোন ছেড়ে রেকর্ড ট্রান্সফার ফি’তে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর থেকে প্যারিস ছাড়ার গুঞ্জন। ফের কাতালানদের ডেরায় ভেড়ার গুঞ্চন চাউর হয়েছিল। তাতে অবশ্য জল ঢেলেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন