নিরাপত্তর কারণ দেখিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ লাহোর থেকে করাচিতে সরিয়ে নিয়েছে পিসিবি। সেখানে খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। তবে চোটের কারণে খেলা হচ্ছে না তার।
সোমবার পিএসএলের দল লাহোর কালান্দার্স নিশ্চিত করেছে, পাকিস্তান যাচ্ছেন না দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান।
নয় বছর বাদে পাকিস্তান যাওয়া নিয়ে নিজের উচ্ছ্বাসার কথাও জানান এবি। কিন্তু পাকিস্তানের ক্রিকেটপ্রেমিদের ৩৬০ ডিগ্রী এই ব্যাটসম্যানের ব্যাটিং উপভোগ করা হচ্ছে না। পিএসএলের পাকিস্তান পর্বে খেলতে না পারায় হতাশ এবি।
তিনি বলেন, পিএসএলের বাকি ম্যাচগুলো খেলতে না পারায় আমি অত্যন্ত হতাশ। পাকিস্তানি ভক্ত-সমর্থকদের সামনে খেলতে না পারায় খুবই খারাপ লাগছে। চিকিৎসক আমাকে দুই সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন৷ সুতরাং করাচির ম্যাচগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে হলো।
পিএসএলের সংযুক্ত আরব আমিরাত পর্ব শেষ হবে ৫ মার্চ। এরপর খেলা গড়াবে হবে করাচিতে। তবে পিঠে ব্যথার কারণে সেখানে খেলতে পারবেন না ডি ভিলিয়ার্স। এবার লাহোর কালান্দার্সের হয়ে খেলছিলেন তিনি।
প্রাথমিকভাবে বলা হয়েছিল, পিএসএলের দুটি কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালসহ মোট আটটি ম্যাচ পাকিস্তানের মাটিতে হবে। এর মধ্যে তিনটি হওয়ার কথা ছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাকি পাঁচটি করাচি জাতীয় স্টেডিয়ামে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এখন সব ম্যাচই হবে এখানে।
তবে পাকিস্তান সুপার লিগে না খেলতে পারলেও ডি ভিলিয়ার্সকে দেখা যেতে পারে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন