দুর্দান্ত ফর্মে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাই আসন্ন বিশ্বকাপে অন্য দলগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াবে ক্যারিবীয়রা। এমনটাই মনে করছেন প্রাক্তন ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো
দুবাইয়ে সংবাদমাধ্যমকে ব্রাভো বলেছেন, ‘আমাদের বেশ কিছু ভালো তরুণ খেলোয়াড় আছে, যারা উন্নতি করছে। ওয়েস্ট ইন্ডিজ এক নম্বরে থাকা ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে খেলেছে তা দেখাটা দারুণ ব্যাপার।’
‘অধিনায়ক জেসন হোল্ডার ও অন্যদের সঙ্গে আমি কথা বলেছি। আমার বিশ্বাস, এই দলটা বিশ্বকাপে সব দলের জন্য হুমকি হতে যাচ্ছে। এবার টুর্নামেন্টটা হতে যাচ্ছে উন্মুক্ত। নিজেদের দিনে যে কেউ ভালো করতে পারে। তবে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আমি আত্মবিশ্বাসী, অভিজ্ঞ ও তরুণদের দারুণ একটা সংমিশ্রণ দেখতে পাচ্ছি আমরা।’
গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ব্রাভো। এখন শুধু বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোতে খেলে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ৩৫ বছর বয়সি এই অলরাউন্ডার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ