পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ আমিরের মা ইন্তেকাল করেছেন। নিজের মায়ের মৃত্যুর খবর জানিয়ে মঙ্গলবার টুইটারে আমির লিখেন, ‘আমার মা আর নেই।’
সোমবার দিবাগত রাতে করাচির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমিরের মা।
মায়ের অসুস্থতার খবর শুনে পিসিএল রেখে দুবাই থেকে চলে আসেন দেশে। মায়ের শেষ সময়টা পাশে থাকতে পারলেও মাকে হারানোর বেদনায় শোকাহত আমির।
চলতি মৌসুমে পিএসএলে এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন আমির। প্রথম ম্যাচেই নিয়েছিলেন ২৫ রানে ৪ উইকেট।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন