নিউজিল্যান্ড সফর শেষ করে দেশে ফিরছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফিরেই গিয়েছেন তার সংসদীয় এলাকা নড়াইলে। নড়াইল থেকে এসে সোমবার পরিবার নিয়ে ভারত ভ্রমণে গেলেন টাইগার অধিনায়ক।
জানা গেছে প্রায় সপ্তাহ খানেক ভারতে থাকবেন। মার্চের ১২ তারিখের পর ফেরার সম্ভবানা।
এদিকে আগামী ৮ মার্চ মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ-২০১৯। এবার আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন মাশরাফি। ১২ দলের এ টুর্নামেন্ট শুরু হতে হাতে আছে মাত্র ২ দিন। স্বাভাবিকভাবে কৌতুহলী পাঠকদের মনে প্রশ্ন জেগেছে, প্রিয় ম্যাশ খেলতে নামবেন কবে?
জানা গেছে, আবাহনীর হয়ে অন্তত তিন ম্যাচ খেলবেন না তিনি। ১২ মার্চ দেশে ফেরার পর কয়েকদিন অনুশীলন করে এরপর আকাশী-হলুদ জার্সি গায়ে মাঠে নামবেন মাশরাফি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন