ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাগপুরে টস জিতে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় দুইটায় ম্যাচটি শুরু হয়। এর আগে প্রথম ওয়ানডেতে ভারত অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে পরাজিত করে।
এ ম্যাচে দুর্দান্ত এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে ভারত। আজকের ম্যাচে জয় পেলে বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ওয়ানডেতে ৫০০তম ম্যাচ জয়ের দেখা পাবে ভারত। এ পর্যন্ত ৯৬২টি ওয়ানডে খেলে জিতেছে ৪৯৯টি ম্যাচে। এর আগে এ মাইলফলক স্পর্শ করেছে অস্ট্রেলিয়া। ৯২৩টি ওয়ানডে খেলে অজিরা জিতেছে ৫৫৮টি ম্যাচে।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যারেন ফিঞ্চ, ওসমান খাজা, শন মার্শ, মার্কাস স্টয়নিস, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, নাথান কার্টার নিল, প্যাট কামিন্স, নাথান লিয়ন, অ্যাডাম জাম্পা।
ভারতীয় একাদশ
রোহিত শর্মা, শেখর দেওয়ান, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সামি, জাসপ্রিত বুমরাহ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ