টাকার জোর আছে। আর তাই আইসিসিকে রক্তচক্ষু দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা জানিয়ে দিয়েছে, অন্য সব দেশের মতো ভারতকেও তাদের কর ছাড় দিতে হবে। নিজ দেশের সরকারকে রাজি করিয়ে ভারতীয় বোর্ড যদি কর ছাড় আদায় করতে না পারে, তাহলে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ এবং ২০২৩ সালের বিশ্বকাপের জন্য কর বিসিসিআইকেই দিতে হবে।
এর পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা পাল্টা বলেছেন, "আমাদের আয়কর বিভাগ সরকারের নির্দেশ মানতে বাধ্য। এখন আইসিসি যদি কড়া হতে চায়, তাহলে নিশ্চয়ই তারা এর ফল সম্পর্কেও তৈরি আছে। আইসিসি যদি ভারত থেকে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যেতে চায়,তাহলে তারা সেটা করতে পারে। দেখা যাক, এতে ভারতীয় বোর্ডের বেশি ক্ষতি হয়, নাকি আইসিসির।"
তিনি আরও বলেন, আসলে যারা প্রশাসনে আছে, তারা এমন কিছু ব্যাপারে নাক গলাচ্ছে, যা অনুচিত। তাছাড়া এক একটি দেশের ক্ষেত্রে আইসিসি এক এক রকম আচরণ করছে। আইসিসির লক্ষ্য একটাই, যেভাবেই হোক ভারতের ক্ষতি করা।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর