সকল জল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা দলে ফিরলেন সুপারস্টার লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
চলতি মাসের শেষের দিকে হতে যাওয়া ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ৩১ সদস্যের দলে নাম এসেছে তাদের।
কোচ লিওনেল স্কালোনি বিষয়টি নিশ্চিত করেছেন।
গেল বছর জুন-জুলাইয়ে হওয়া রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলো থেকে ছিটকে পড়ে আর্জেন্টিনা। এরপর জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলেননি মেসি। অবশেষে দীর্ঘ ৮ মাস পর আকাশি-সাদা জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন তিনি। আলবিসেলেস্তেদের হয়ে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ৬৫ গোল করেছে ছোট ম্যাজিসিয়ান।
মেসির মতো বিশ্বকাপের পর দেশের হয়ে কোনো ম্যাচ খেলেননি ডি মারিয়া। তাকেও ফেরানো হয়েছে দলে। তবে বৃহস্পতিবার ঘোষিত দলে আগের মতোই জায়গা হয়নি দুই ফ্রন্টম্যান সার্জিও আগুয়েরো ও গঞ্জালো হিগুয়েইনের। ডাক পাননি তরুণ গোলমেশিন মাউরো ইকার্দি। চোটের কারণে বাইরে রইলেন তিনি। দলে রয়েছেন মেসির বিকল্প ফরোয়ার্ড পাওলো দিবালা।
আসছে ২২ মার্চ অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানোতে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এর ৪ দিন পর মরক্কোর বিপক্ষে মাঠে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, আগুস্তিন মার্চেসিন, হুয়ান মুসো, এস্তেবান আন্দ্রাদা।
ডিফেন্ডার: হের্মান পেস্সেইয়া, গাব্রিয়েল মার্কাদো, হুয়ান ফেথ, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, ওয়াল্টার কান্নেমান, মার্কোস আকুনা, গঞ্জালো মন্তিয়েল, রেনসো সারাভিয়া, লিসান্দ্রো মার্তিনেজ।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, মানুয়েল লানচিনি, রবের্তো পেরেইরা, অ্যাঞ্জেল ডি মারিয়া, মাতিয়াস জারাকো, আইভান মার্কোনে, দোমিঙ্গো ব্লাঙ্কো, রদ্রিগো দে পল।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোররেয়া, পাওলো দিবালা, দারিও বেনেদেত্তো, লাউতারো মার্তিনেজ, মাতিয়াস সুয়ারেজ, গঞ্জালো মার্তিনেজ।
বিডি প্রতিদিন/কালাম