দুর্দান্ত ছন্দে আছেন কেন উইলিয়ামসন। বছরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন তিনি। স্বীকৃতিও পেলেন। নিউজিল্যান্ড ক্রিকেটের বছরের সবচেয়ে বড় দুটি পুরস্কার জিতেছেন তিনি।
বৃহস্পতিবার অকল্যান্ডে নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উইলিয়ামসনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ বছর নিউজিল্যান্ডের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন উইলিয়ামসন। পাশাপাশি ডানহাতি এই ব্যাটসম্যান জিতে নিয়েছেন বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি স্যার রিচার্ড হ্যাডলি মেডেল।
পুরস্কারের জন্য বিবেচিত সময়ে টেস্টে ৮৯ গড়ে ৮০১ রান করেন তিন ফরম্যাটেই নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন। গত ডিসেম্বরে তিনি নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৯০০ রেটিং পয়েন্ট স্পর্শ করেন।
প্রসঙ্গত, অনুষ্ঠান শুরু হয় কদিন আগে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় হতাহতদের শ্রদ্ধা জানিয়ে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ