ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ড্রু স্ট্রাউস বলেছেন, আমি মনে করি জস বাটলার দারুণ একজন ক্রিকেটার। সে খেলাটার গতিপ্রকৃতি ভালো বোঝে। ইংল্যান্ড অধিনায়কের পদ খালি হলে বাটলার হবে শক্তিশালী প্রতিযোগী।
বর্তমানে ইংল্যান্ড দলের নেতৃত্বে আছেন ইয়ন মরগান। তার বিষয়ে অ্যান্ড্রু স্ট্রাউস বলেন, বিশ্বকাপ শিরোপা জিতে মরগান এভারেস্টের চূড়ায় উঠেছে এবং দায়িত্ব তিনি চালিয়ে যাবেন কিনা সেটা তার সিদ্ধান্ত। মরগান খুবই দারুণ একজন নেতা।
গত রবিবার লর্ডসে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জেতে ইংল্যান্ড। এটিই ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়।
বিডি প্রতিদিন/ফারজানা