২১ জুলাই, ২০১৯ ০৫:৫৮

পাকিস্তান ক্রিকেটের প্রতি ওয়াসিম আকরামের পরামর্শ

অনলাইন ডেস্ক

পাকিস্তান ক্রিকেটের প্রতি ওয়াসিম আকরামের পরামর্শ

লর্ডসে গত রবিবার ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টে আশানুরূপ ফল করতে পারেনি পাকিস্তান ক্রিকেট দল। এরপরই নিজ দলের প্রতি কিছু পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও লিজেন্ডারি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। তার মতে বিশ্ব ক্রিকেটে শক্তভাবে দাঁড়াতে চাইলে পাকিস্তান দলকে তাদের ফিল্ডিংয়ের মান উন্নত করতে হবে।

স্থানীয় গণমাধ্যমকে আকরাম বলেন, ‘এবারের বিশ্বকাপে আমরা দেখেছি ভারতসহ ব্যাটিং এবং বোলিং দক্ষতা ছাড়াও ফিল্ডিংয়ে শক্তিশালী দলগুলো সেমিফাইনালে উঠেছে। যদিও সেমিতে ভারত পরাজিত হয়েছে।’

তিনি বলেন, ‘একটা দল কিভাবে তাদের ফিল্ডিংয়ের উন্নতি ঘটাকে? প্রথমমত একজনকে বিশেষ করে ৫০ ওভার ফর্মেটে শারিরীকভাবে ফিট হতে হবে। পাকিস্তান দলকে শারীরিকভাবে ফিট হওয়া শিখতে হবে এবং অন্য সকল দলের ন্যায় তাদের উঁচু মানের ফিল্ডিং অব্যাহত রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভারত, বাংলাদেশ যদি তাদের ফিল্ডিংয়ের মানোন্নয়ন ঘটাতে পারে তবে আমরাও পারব।’
পাকিস্তান দলের ফিল্ডিংয়ের মান কখনোই খুব ভাল ছিলনা এবং নিয়মিতভাবে ক্যাচ ফেলে দেয়া অব্যাহত থাকায় এবারের টুর্নামেন্টেও তার প্রমান মিলেছে। তবে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে টানা চারটিসহ লীগ পর্বে নয় ম্যাচের মধ্যে পাঁচটি জিতে জয়ের ধারায়ই টুর্নামেন্ট শেষ করতে পেরেছে পাকিস্তান।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর