২১ জুলাই, ২০১৯ ০৮:৫৪

এভাবে বিশ্বকাপ জয়ে কৃতিত্ব নেই: মরগান

অনলাইন ডেস্ক

এভাবে বিশ্বকাপ জয়ে কৃতিত্ব নেই: মরগান

লর্ডসে ফাইনাল শেষ হয়েও যেন শেষ হচ্ছিল না। মূল ম্যাচ টাই হওয়ার পর গড়াল সুপার ওভারে, তারপর সেখানেও টাই। শেষপর্যন্ত মূল ম্যাচে বাউন্ডারিতে এগিয়ে থাকায় জয়ী ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই ওশেনিয়া অঞ্চলের দলটির পাশে দাঁড়াচ্ছেন ক্রিকেটানুরাগীরা। অনেকেই আইসিসির এ নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন।

মজার ব্যাপার হচ্ছে, বিশ্বজয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানও এবার জানালেন এভাবে বিশ্বকাপ জয়ের মধ্যে তিনি কৃতিত্বের কিছু দেখছেন না। ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি মনে করি না একটা টুর্নামেন্টের ফাইনালের মীমাংসা এভাবে করা ঠিক। আসলে তো আমাদের দু’দলের মধ্যে কোন ফারাক ছিল না। আমি সোজাসাপ্টা কথা বলতে ভালবাসি। জানি না এটাকে কে কীভাবে নেবে। তবু আমি বলবই যে, আসলে দু’টো দল সমানে সমানে খেলা শেষ করেছিল। এটাই শেষ কথা। আর ম্যাচে আমি খেলেছি। কোথায়, কী হয়েছে সব জানি।’’ 

সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘এমনিতে একটা ম্যাচের পরে বলে দেওয়া যায় কোথায়, কীসের জন্য সব কিছুর মীমাংসা হল। ফাইনালে আমাদের জয়ের ক্ষেত্রে কিন্তু সেটা বলা যাচ্ছে না। সত্যিই তো কীভাবে আমরা জিতলাম। কীভাবেই বা ওরা হারল।’’ 

মরগান জানিয়েছেন, তার এবং নিউজিল্যান্ড অধিনায়কের কাছে এই হারটা এখনও অবিশ্বাস্য। তারা যেন এখনও বুঝতে পারছেন না, কীভাবে কী হয়েছিল। ‘‘আমি কেনের সঙ্গে কথা বলেছি। গত কয়েক দিন ধরে অনেক বারই বলেছি। আমাদের দু’জনের কেউই এই হার বা জয়ের কোন ব্যাখ্যা খুঁজে পাইনি। এমনিতে অনেকবারই আমরা ওদের হাতে ম্যাচ তুলে দিয়েছি। ওরাও আবার আমাদের তুলে দিয়েছে। এটা হতেই থেকেছে। কিন্তু মূল কথা হচ্ছে, কীভাবে কী হয়েছে তা আমার মতোই কেনও বুঝে উঠতে পারেনি,’’ বলেছেন মরগান।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর