বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংসে যোগ দিয়েছেন প্রোটিয়া ব্যাটিং-অলরাউন্ডার জেপি ডুমিনি। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে রাজশাহী কিংস।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ডুমিনি খেলে আসছেন সেই শুরু থেকে। এখন পর্যন্ত ডেকান চার্জার্স, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানারাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে মাঠে নামতে দেখা গেছে তাকে।
এছাড়া, ২০১৮ সালে পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দিয়ে দ্বিতীয় শিরোপাও এনে দিয়েছেন।
চলতি বছরের ৬ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ৭ম আসর।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ