চোটের কাছে হার মানলেন ডেল স্টেইন। আজ সোমবার থেকেই লাল বলের লড়াই থেমে গেল প্রোটিয়া পেসারের। মাত্র ৯৩টি টেস্ট খেলেই সরে দাঁড়ালেন স্টেইন। তবে টেস্ট থেকে সরে দাঁড়ালেও ওয়ান ডে এবং টি-২০ ক্রিকেটে খেলে যাবেন বলে জানিয়েছেন ৩৬ বছরের ডানহাতি প্রোটিয়া পেসার। খবর কলকাতা 24x7 এর।
২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক ঘটেছিল স্টেইনের। সময় যত গড়িয়েছে স্টেইন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন। ৯৩টি টেস্টে ৪৩৯টি শিকার করেছেন স্টেইন। ইনিংসে ২৬ বার পাঁচ উইকেট নিয়েছেন এই প্রোটিয়া পেসার। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক টেস্ট উইকেটের মালিক পাঁচদিনের ক্রিকেটে বিদায় প্রসঙ্গে জানান, ‘আজ আমি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ালাম। টেস্ট ক্রিকেটই আমার সব থেকে পছন্দের। আমার মতে টেস্ট ক্রিকেটই সেরা। টেস্টেই ক্রিকেটারদের আবেগ, মানসিক, শারীরিক পরীক্ষা দিতে হয়। এটা ভাবতেও খুব খারাপ লাগছে যে, আর একটি টেস্টেও আমি খেলব না। তবে ওয়ান ডে এবং টি-২০ ফরম্যাটে এখন আরও বেশি মনোনিবেশ করতে পারব।’
ক্রিকেট সাউথ আফ্রিকার চিফ একজিকিউটিভ থাবাং মোরোয়ে স্টেইনের টেস্ট অবসর সম্পর্কে বলেন, ‘স্টেইন হল বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার। বিশ্বের অন্যতম ফাস্ট বোলার। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। পরবর্তী প্রজন্মের স্পিডস্টারদের কাছে ডেল একজন দারুণ মেন্টর।’
২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক তৎকালীন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনকে দুরন্ত ডেলিভারিতে আউট করে নজর কেড়েছিলেন স্টেইন ডেল। ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে সদ্যসমাপ্ত বিশ্বকাপও দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন স্টেইন। কিন্তু কাঁধের চোটের জন্য বিশ্বকাপের মাঝ পথেই দেশে ফেরেন তিনি। স্টেইন শেষ টেস্ট খেলেছেন চলতি বছর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে।
বিডি-প্রতিদিন/শফিক