ফ্রান্সের রাজধানীতে প্যারিস সেন্ট জার্মেই ফরোয়ার্ড সুখে নেই, সরাসরি স্বীকার করলেন কারদোনার।
টিভি থ্রি-কে বার্সেলোনা ভাইস-প্রেসিডেন্ট বলেন, ‘নেইমার তার দলে সুখে নেই কিন্তু অবস্থা এমন যে, তাকে প্যারিসেই থাকতে হচ্ছে। আমরা জানিয়েছিলাম, নেইমার বার্সেলোনায় যোগ দিতে পারে। যদি ভবিষ্যতে নেইমার বিষয়ে কথা হয়, আমরা কথা বলব।’
এদিকে গুঞ্জন চলছিল, ইভান রাকিটিচ এবং ফিলিপ্পে কুতিনহোর ক্যাম্প ন্যু ছাড়া নিয়ে। তবে দুই তারকার ভবিষ্যৎ কী হবে তা জিজ্ঞেস করা হলে কোনো উত্তর দেননি কারদোনার।
তিনি বলেন, ‘আমরা বার্সেলোনার খেলোয়াড়দের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে কথা বলতে চাচ্ছি না। তারা আমাদের সম্মান প্রাপ্য।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ