বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। যার কারণে দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যাওয়া হচ্ছে না এই ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের।
গ্রীষ্মের ছুটি কাটিয়ে সোমবার ক্যাম্প ন্যু’য়ের অনুশীলনে যোগ দেন মেসি। কিন্তু অনুশীলনে ডান পায়ে চোট অনুভব করায় চিকিৎসকের শরণাপন্ন হোন তিনি। পরীক্ষার পর ডাক্তাররা জানিয়েছেন, মেসির চোট তেমন গুরুতর নয়। গ্রেড ওয়ান পর্যায়ে আছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের চোট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ