প্রায় দুই মাস ধরে ভাসতে থাকা গুঞ্জনকে সত্যি প্রমাণিত করে লঙ্কানদের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো চান্ডিকা হাথুরুসিংহেকে। তার জায়গায় দায়িত্ব দেয়া হচ্ছে সাবেক ক্রিকেটার জেরোমি জয়রত্নেকে।
এর মধ্য দিয়ে শ্রীলঙ্কায় হাথুরুসিংহে অধ্যায়ের সমাপ্তি ঘটল। যদিও তিনি আশায় ছিলেন বাংলাদেশের বিপক্ষে সিরিজে দল ভালো করলে চাকরি বেঁচে যেতেও পারে।
কিন্তু তা হয়নি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে খাবি খাইয়ে, হোয়াইটওয়াশ করেও ভাগ্য পরিবর্তন হলো না হাথুরুসিংহের। তাকে বাদ দিয়ে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য অন্তর্বর্তীকালীন কোচ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার ড্রেসিংরুমে কোচের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক কোচ এবং ক্রিকেট বোর্ডের বর্তমান নির্বাহী কর্মকর্তা জেরোমে জয়ারত্নে। এ সিরিজের পর পূর্ণ মেয়াদের কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করবে শ্রীলঙ্কা।
জয়রত্নে এর আগেও শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে।
দেড় বছর আগে হুট করেই বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নেন হাথুরুসিংহে। কিন্তু নিজ দেশেও তার সময়টা একেবারেই ভালো কাটেনি। মূলত দেশটির ক্রীড়ামন্ত্রী হরিণ ফার্নান্দোর সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বিদায় করে দেয়া হল।
জয়রত্নে ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সময় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন