বিশ্বকাপসহ পাকিস্তান ক্রিকেট দলের গত তিন বছরের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া করতে গঠিত বিশেষ কমিটি গঠন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি'র তৈরি সেই বিশেষ কমিটির কাছে অধিনায়ক সরফরাজ আহমেদকে নিয়ে কড়া মন্তব্য করলেন কোচ মিকি আর্থার।
২০১৬ সালের মাঝামাঝি সময়ে পাকিস্তানের কোচ হন মিকি আর্থার। তার কোচিংয়েই পাকিস্তান ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। টি-টোয়েন্টিতে এক নম্বরে উঠে আসে। কিন্তু একদিনের ক্রিকেটে পাকিস্তানের তেমন ধারাবাহিকতা নেই। পিসিবি'র বিশেষ কমিটিকে তিনি জানিয়েছেন আরও ২ বছর সময় দিলে ভালো ফল করবে দল। আর সঙ্গে সরফরাজকে নেতৃত্ব থেকে সরানোর আর্জি জানিয়েছেন।
পিসিবি সূত্রে খবর, একদিনের ক্রিকেটে এবং টি-টোয়েন্টিতে শাহদাব খান এবং টেস্টে বাবর আজমকে নেতৃত্ব তুলে দেওয়ার প্রস্তাবও নাকি দিয়েছেন মিকি আর্থার। তবে জানা গেছে, পিসিবি'র বিশেষ কমিটি মিকি আর্থারের সব বক্তব্যের সঙ্গে সহমত হয়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ