ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। তাই শেষ দুই ম্যাচ ছিল যুবাদের জন্য নিয়মরক্ষার। এদিকে ইংল্যান্ডের যুবাদের বিপক্ষে ম্যাচে জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ৩ রান। কিন্তু ২ রান নিয়ে স্বাগতিকদের সঙ্গে রোমাঞ্চকর 'টাই'য়ে শেষ হলো ম্যাচটি।
সোমবার কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্নক খেলতে থাকে বাংলাদেশ।
তবে দলীয় ৬১ রানে ৩ উইকেট হারায় যুব দল। এরপরই শুরু হয় তৌহিদ হৃদয় ও শাহাদত হোসেনের লড়াই। শাহাদত ১০৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ৭৬ রান করে আউট হলেও সেঞ্চুরির তুলে নেন হৃদয়।
কিন্তু ম্যাচের শেষ বলে প্রয়োজনীয় ৩ রান নিতে পারেননি তিনি। দৌড়ে ২ রান নেয়ায় টাই হয়ে যায় ম্যাচটি। তিনি ১৩১ বলে অপরাজিত থাকেন ১০৪ রানে। ৯ চারে ইনিংসটি সাজান এ ব্যাটার। তবে চমৎকার ইনিংস খেলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি হৃদয়।
নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের স্কোর হয় ইংল্যান্ডের সমান ২৫৬। এর আগে টস জিতে জর্ডান কক্সের অপরাজিত সেঞ্চুরিতে ৭ উইকেট হারিয়ে ২৫৬ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ডের যুবারা। সমান স্কোরে ম্যাচটি অমিমাংসিত থেকে যায়।
ত্রিদেশীয় সিরিজে ৭ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। আর ৭ ম্যাচে ৩ পয়েন্ট ইংল্যান্ডের।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন