ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চেয়ে বিজ্ঞাপন দিলেও বর্তমানে দায়িত্ব পালন করা রবি শাস্ত্রীই কোহলিদের দায়িত্বে থাকছেন বলে জানা গেছে। সাবেক অধিনায়ক কপিল দেবেন নেতৃত্বাধীন অংশুমান গায়কোয়াড এবং শান্তা রঙ্গনাস্বামীকে নিয়ে ক্রিকেট এ্যাডভাইজারি কমিটি (সিএসি) সম্ভবত শাস্ত্রীকেই রাখছেন বলে ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে।
বিশ্বকাপ শেষে চুক্তির মেয়াদ শেষ হলেও দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য শাস্ত্রীর চুক্তির মেয়াদ ৪৫ দিন বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
কোনো বিদেশি নয়, ভারতীয় কাউকে বিবেচনা করা হবে বলে নিশ্চিত করেছেন সিএসি। শাস্ত্রীর অধীনেই ভারতীয় দল ভাল করছে। তার অধীনে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ এবং গত বছর এশিয়া কাপ জিতেছে ভারতীয় দল। তাছাড়া বর্তমানে দায়িত্বরত থাকায় শাস্ত্রীর বিষয়টি গুরুত্বসহকারে দেখছে কমিটি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম