ফ্লোরিডার পর গায়ানাতেও বৃষ্টি পিছু ছাড়ছে না বিরাটদের। মঙ্গলবার সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের আগে বৃষ্টি হয় জর্জটাউনে। বৃষ্টি থামায় গ্রাউন্ডস ম্যানদের তৎপরতা সত্ত্বেও নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। দেড় ঘণ্টা পরে টস হয়। সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে এদিন বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মাকে। এই ম্যাচে অভিষেক হচ্ছে লেগ-স্পিনার রাহুল চাহারের। খবর কলকাতা 24x7 এর।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা-রাখার আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ পকেটে পুরেছে ভারত। ফ্লোরিডার প্রথম দু’টি ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে থেকে মঙ্গলবার গায়ানার প্রভিন্স স্টেডিয়ামে নামছে কোহলি অ্যান্ড কোং। প্রথম ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৯৫ রানে থেমে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ইনিংস। আর দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার দুরন্ত হাফ-সেঞ্চুরি এবং ক্রুনাল পান্ডিয়ার স্পিনে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয় ভারত।
বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফের বাইশ গজে লড়াই শুরু করে ভারত। টি-২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচ খেলা হয় মার্কিন মুলুকে। ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্কে প্রথম ম্যাচ ৪ উইকেটে জয় পায় বিরাটবাহিনী। দ্বিতীয় ম্যাচের মাঝপথে বৃষ্টি থাবা বসালেও ডাকওয়ার্থ-লুইস নিয়মে ২২ রানে ম্যাচ জিতে নেয় ভারত। মার্কিন মুলুকেই সিরিজ জিতে নেওয়ায় এদিন রিজার্ভ বেঞ্চ দেখে নেয় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। কারণ আর ১৪ মাস পর অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি-২০ বিশ্বকাপের আসর। তার আগে টিম কম্বিনেশন তৈরি করে নিতে চায় বিরাটবাহিনী। বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ানকে বিশ্রাম দিয়ে লোকেশ রাহুলকে খেলানোর সিদ্ধান্ত নেয় বিরাট-শাস্ত্রী জুটি।
ভারত: শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি(ক্যাপ্টেন), মনীশ পান্ডে, ঋষভ পন্ত, ভুবনেশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর, ক্রনাল পান্ডিয়া, দীপক চাহার, নভদীপ সাইনি ও রাহুল চাহার।
ওয়েস্ট ইন্ডিজ: এভিন লুইস, সুনীল নারিন, জন ক্যাম্পবেল, নিকোলাস পুরান, শিমরণ হেটমাইয়ার, কার্লোস ব্রাথওয়েট (ক্যাপ্টেন) কেমো পল, ওশান থমাস, রভম্যান পওয়েল, ফাবিয়ান অ্যালেন ও শেলডন কটরেল
বিডি-প্রতিদিন/শফিক